সোমবার ৭ জুলাই ২০২৫ - ১৮:৫৭
সমগ্র ইসলামি বিশ্ব ইমাম খামেনেয়ীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে: মাওলানা সালমান নদভী

ভারতীয় ঐক্য মঞ্চের প্রধান মাওলানা সালমান নদভী এক বিবৃতিতে বলেছেন, “আজ ইসলামী প্রজাতন্ত্র ইরান, তার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং ইরানি জনগণ সঠিক পথেই অবস্থান করছেন। তাঁরা অবিচলভাবে যুগের দাজ্জাল—ইহুদিবাদী জায়োনিস্ট, যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক ভাড়াটে শক্তির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।”

হাওজা নিউজ এজেন্সি: মাওলানা সালমান নদভী আরও বলেন, “আজ ইমাম খামেনেয়ী কেবল ইরানের নেতা নন, বরং মুসলিম উম্মাহর অভিভাবক হিসেবে গণ্য হচ্ছেন। ইসলামি বিশ্বের জনগণ তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। মুসলিম জাতিগুলো আশা করে, তিনি আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নের সেই গৌরবময় পথকে অব্যাহত রাখবেন—যার চূড়ান্ত রূপ হল ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাব, ফিলিস্তিনের মুক্তি ও বিশ্বের বিজয়।”

এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন সংকট এবং জায়োনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থান আন্তর্জাতিকভাবে নজরকাড়া হয়ে উঠেছে। ভারতীয় ঐক্য মঞ্চের নেতা এই অবস্থানকে ‘ইসলামি প্রতিরোধের প্রতীক’ হিসেবে উল্লেখ করেন এবং মুসলিম বিশ্বের সকল দেশকে ইরানের ন্যায় অবিচল অবস্থান গ্রহণের আহ্বান জানান।

প্রসঙ্গত, ভারতীয় ঐক্য মঞ্চ একটি বহুসাংস্কৃতিক, সাম্প্রদায়িক ঐক্যভিত্তিক সংগঠন যা আন্তর্জাতিক মুসলিম সংহতি ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha